ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরামের ফল উৎসব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০১:৩৫ পিএম

ঢাকা: ঢাকায় কর্মরত লালমনিরহাট জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ লালমনিহাট সাংবাদিক ফোরামে’র (এলজেএফডি) আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে টিভি ক্যামেরাজার্নালিষ্ট এসোসিয়েশন (টিসিএ) কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবে আম, জাম, কাঠাল, আনারস, ড্রাগনফল, পেয়ারা, কলাসহ ছিল বাহারি মৌসুমি ফলের সমারোহ।

এলজেএফডি’র সভাপতি শামসুল হক বসুনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবু সাঈদ, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, মো. শাহীন, সাহেদুজ্জামান সাকিব ও ওমর ফারুক।

অনুষ্ঠানে জেলার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে লালমনিরহাট সাংবাদিক ফোরাম কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

সোনালীনিউজ/এআর