অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৯:৫১ পিএম

ঢাকা: পদোন্নতি পেয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (গ্রেড-২) হয়েছেন ১৪ কর্মকর্তা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ ফেব্রুয়ারির আদেশমূলে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে সুপারনিউমারারি পদ্ধতিতে (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) ও চারজনকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।

[217796]

সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়ারা হলেন পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান, কমান্ড্যান্ট ট্রেনিং ড্রাইভিং স্কুলের মো. ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, এ কে এম হাফিজ আক্তার, ড. খ. মহিদ উদ্দিন, অপরাধ তদন্ত বিভাগের কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের বশির আহম্মদ, সদর দপ্তরের মো. আনোয়ার হোসেন ও রংপুর রেঞ্জের মো. আবদুল বাতেন। 

নিয়মিত পদোন্নতি পাওয়া চারজন হলেন পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুল কবির, মো. তওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজমের ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ ও হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা।

এমএস