প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে শিগগিরই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়া যাবে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচন একটি সার্বজনীন প্রক্রিয়া, যেখানে সব পক্ষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। কমিশন ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু করেছে। আমরা আশা করছি, চলমান আলোচনার প্রেক্ষিতে সরকার শিগগিরই চিঠি পাঠাবে এবং এরপর নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা যাবে।"
সিইসি জানান, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এবং কমিশন শুরু থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। তিনি বলেন, "নির্বাচন কমিশন চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন। চ্যালেঞ্জ থাকবে, তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই নির্বাচন আয়োজন করতে হবে। আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি।"
তিনি আরও বলেন, "সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন কমিশনের প্রস্তুতির একটি বড় অংশ শেষ হয়ে যাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।"
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, "নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যেন নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছভাবে তুলে ধরে, সেটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশন বিশ্বাস করে, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে।"
এ সময় তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর আগে কমিশনের অভ্যন্তরীণ ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। কমিশনের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ হবে বলেও জানান তিনি।
ওএফ