শাহজালাল বিমানবন্দরে রাত ৯টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল থেকে নতুন কোনো ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট করা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ইউনিট বাড়িয়ে বর্তমানে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার ঘনত্ব বাড়তে থাকে। প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূর থেকেও সেই ধোঁয়া দেখা গেছে।

অগ্নিকাণ্ডের পরপরই বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অগ্নিনির্বাপণে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ইউনিট এবং নৌবাহিনীর সদস্যরা কাজ করছে।

এসএইচ