ঢাকা মেট্রো রেলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৯ নভেম্বর) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, মেট্রো রেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।”
এছাড়া, সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীতে মেট্রো রেলের বিভিন্ন রুট সম্প্রসারণ ও কার্যক্রম জোরদারের মধ্যে এমন নির্দেশনা এলো। কর্মকর্তারা বলছেন, যাত্রীসেবা স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এম