‘৫০ টাকা দিয়া টিকেট কাইটা মেট্রোর ছাদে উঠছি’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:৪৭ এএম

রাজধানীর মেট্রোরেল চলাচল রবিবার রাত ৮টার দিকে সাময়িক বন্ধ হয়ে যায়, পরে রাত পৌনে ৯টার দিকে জানানো হয় যে বাংলাদেশ সচিবালয় স্টেশনে দুজন যাত্রী ট্রেনের ছাদে উঠে পড়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার মধ্যে একজন কিশোর, যার কাছে ৫০ টাকা দিয়ে টিকেট কাটা ছিল। সে জানায়, ভিড় ও ধাক্কাধাক্কির কারণে ট্রেনের ভেতরে থাকা সম্ভব হয়নি, তাই সে বাইরে বের হয়ে গ্রিল ধরে ছাদে উঠেছে।

মেট্রোরেলের কর্মকর্তা জানান, প্রতিটি বগির মধ্যে ছোট ছোট স্পেস ও মইয়ের মতো জায়গা থাকে, যা মূলত সার্ভিস বা রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। কিশোর এই স্পেসকে ছাদ হিসেবে বর্ণনা করছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, কিশোরকে খুঁজতে কয়েকটি বগি তল্লাশি করা হয় এবং সুপারভাইজার বিদ্যুৎ লাইন বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করেন। পরে কিশোরকে নিরাপদভাবে নিচে নামানো হয়।

মেট্রোরেলের বক্তব্য অনুযায়ী, এই ঘটনার ফলে রাজস্ব ক্ষতি হয়েছে এবং শিশু হওয়ার কারণে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার নিশ্চয়তা নেই। এছাড়া, যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, দায় মেট্রোরেল কর্তৃপক্ষের উপরই পড়ত।

এম