সারাদেশে ওসমান হাদির জন্য দোয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর এ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে হাদির শাহাদাত কবুলের জন্য দোয়া এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন। 

দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে একযোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমামরা স্বপ্রণোদিত হয়েই হাদীর জন্য দোয়া করেন। 

মোনাজাতের মাঝে দেশের ইমামরা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন এ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। সেই প্রতিবাদী তরুণের পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন এই দোয়া ছিল মোনাজাতে। হাদির বিষয় উচ্চারণের সময় অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদগুলো। 
 
হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। 
 
আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়া জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী নেতা শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর সারাদেশে বিক্ষোভ মিছিল হতে শুরু করে। রাতেই শাহবাগ অবরোধ করে তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ভারত থেকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। আজ শুক্রবারও নানা জায়গায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে রিকশাযোগে আসার সময় একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক গুলি করে পালিয়ে যায়। পরে তাকে সঙ্গীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল এভারকেয়ার হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। বৃহস্পতিবার দেশবাসীকে কাঁদিয়ে হাদি না ফেরার দেশে চলে যান। 

পিএস