জনগণ থেকে দূরে থেকে গণতন্ত্র খুঁজছে বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০২১, ০২:১৩ পিএম
ফাইল ছবি

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলচ্চিত্র, নাটক না বাঁচলে দেশের সংস্কৃতি বাঁচবে না। আর সংস্কৃতি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। করোনায় দেশের অসচ্ছল শিল্পী ও সংস্কৃতি শিল্পকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছ থেকে দূরে থেকে গণতন্ত্র খুঁজছেন। জনবিচ্ছিন্ন হয়ে গণতন্ত্র দেখা যায় না। সাম্প্রদায়িক রাজনীতির জন্মদাতা বিএনপির মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ মানায় না। 

ওবায়দুল কাদের বলেন, দেশের প্রধান অন্তরায় এখন সাম্প্রদায়িকতার প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। দেশের এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে। 

সোনালীনিউজ/এমএএইচ