নির্বাচনী প্রচারণায় জামায়াত নেত্রীর ওপর দুর্বৃত্তদের হামলা

  • কবি নজরুল কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর কদমতলী এলাকায় জামায়াতে ইসলামীর নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানার অন্তর্গত ৫২ নং ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শান্তিপূর্ণ গণসংযোগ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মারিয়া ইসলাম ববির মাথায় কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এসময় ভুক্তভোগী কাজী মারিয়া ইসলাম বেবী বলেন, নির্বাচনী প্রচারণার কাজ শেষে যাওয়ার পথে আনুমের বাড়ির সামনে আমাকে বাধা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক কথা বলা হয়। ঢাকা -৪ আসনের প্রার্থী জয়নুল আবেদীনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর মন্তব্য করা হলে আমি যুক্তিসংগত কথা বলি। এতে সংশ্লিষ্ট ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন।

এর কিছুক্ষণ পর মহানগর সেক্রেটারির বাসার পাশের এলাকায় হঠাৎ পেছন দিক থেকে আমার ওপর হামলা করা হয়। আমি তখন শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আঘাত পেয়ে বসে পড়ি। স্থানীয় এক রিকশাচালকের সহায়তায় আমাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আমি বাসায় ফিরে আসি।
 
তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনা। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করে বলেন, এই কাপুরুষোচিত হামলার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ দমন করার অপচেষ্টা চালানো হয়েছে। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত কাজী মারিয়া ইসলাম বেবির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

পিএস