গোপালগঞ্জের মুকসুদপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা সদরের কলেজ মোড় বাসস্ট্যান্ডে জনসভায় তিনি বক্তব্য রাখেন।
সভায় জামায়াত আমির বলেন, দোষারোপ, তোষামদি, মিথ্যাচার ও ফ্যাসিবাদী ধারার রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতন ও কষ্টের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ওই সময়ের পর দলটি সব ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে সংলাপে বসেছে এবং সবাইকে সমান অধিকার ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একটি বৈষম্যহীন ও হিংসামুক্ত বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যেখানে ঐক্য থাকবে, জুলুমের রাজনীতি থাকবে না। ব্যাংক লুট, শেয়ারবাজার কেলেঙ্কারি কিংবা প্রতারণার রাজনীতি আমাদের লক্ষ্য নয়। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার জন্য।”
জামায়াত আমিরের আগমনকে ঘিরে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় দলটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। জনসমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ড মোড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
সমাবেশের এক পর্যায়ে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) থেকে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী মাওলানা মো. আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি প্রার্থীর হাত উঁচু করে ধরে জনতার প্রতি তাকে সমর্থনের আহ্বান জানান।
জনতার উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, অতীতে দলটির সঙ্গে ঘটে যাওয়া সব নির্যাতন ও অবিচারের ঘটনা দলীয়ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং জামায়াত তার প্রতিশ্রুতি রক্ষা করেছে।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আরেকটি সভায় যোগ দেন।
এম