নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে: কৃষিমন্ত্রী

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০২:০৭ পিএম

টাঙ্গাইল : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি পর পর তিনটি নির্বাচনে হেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ না করলে অস্তিত্ব সংকটে পড়বে।

বর্তমান সময়ে পোল্ট্রি খাতে সংকট দূর করতে জাতীয় পর্যায়ে বসে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি ও ছানোয়ার হোসেন এমপি প্রমুখ।

পরে কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল আলমের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

সোনালীনিউজ/এমটিআই