বিএনপিকে ভোটে আনতে ইভিএম বাতিল নয় : কৃষিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০২:৩৪ পিএম

ঢাকা : বিএনপিকে ভোটে আনার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাদ দিয়ে ব্যালটের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি সোমবার (০৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি মূল বিরোধী দল। সবাই চায় তারা ভোটে আসুক। ইভিএমের পরিবর্তে ব্যালট আসায় বিএনপির জন্য নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বিএনপিকে ভোটে আনার জন্য ইভিএম বাদ দিয়ে ব্যালটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মনে করি না।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সারা জাতির প্রত্যাশা হচ্ছে নির্বাচন সকলের নিকট গ্রহণযোগ্য হবে। ইভিএম চাচ্ছিলাম ভোটটাকে আরও সুষ্ঠু করার জন্য। আধুনিক প্রযুক্তি এটা। সেটার জন্যই গ্রহণ করতে চেয়েছিলাম। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ইভিএম ব্যবহারের। তবে এত অল্প সময়ের মধ্যে ইভিএম মেশিন যোগাড় করা কঠিন। আবার, রুশ-ইউক্রেন যুদ্ধজনিত আর্থিক সংকটের কারণে আমাদেরও নানা চাপ সামাল দিতে হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন। তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে যে ব্যালটে ভোট হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এটা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

সোনালীনিউজ/এমটিআই