ঢাকা: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ মে) মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ উপলক্ষে ভোর থেকে সারাদেশ থেকে এসে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই মহাসমাবেশ। এতে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজের পর থেকেই আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। ৮টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার হেফাজত নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে।
কেউ পায়ে হেঁটে, কেউবা গাড়িতে করে সমাবেশে আসছেন। সকাল থেকেই ছোট ছোট মিছিল জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।
এর আগে গত শুক্রবার (২ মে) বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
হেফাজতের পাঁচ দফা দাবি
১,ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২,বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩,নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪,ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াক্ত আইন বাতিল।
৫,ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
এসআই