বিএনপির ৩০% ভোট, জামায়াত ২৬% এই জরিপ নিয় যা বলছেন বিশ্লেষকেরা

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৫৫ পিএম
ফাইল ছবি

আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হলে ভোটার পছন্দ কোন দিকে ঝুঁকবে-মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত একটি জরিপ সেই প্রশ্নের নতুন উত্তর দিয়েছে। জরিপ অনুসারে, এখন নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ভোট দেবেন ৩০ শতাংশ ভোটার। আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ২৬ শতাংশ। সমর্থনের এই অল্প ব্যবধান বিশ্লেষকদের চোখে বড় রাজনৈতিক বার্তা।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পরিচালিত জরিপ বলছে, সম্ভাব্য ভোট হিসাব করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ৬ শতাংশ ভোট, জাতীয় পার্টি ৫ শতাংশ, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে ৪ শতাংশ ভোট। অন্যান্য দল মিলিয়ে ভোট ৮ শতাংশ।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় তথ্য সংগ্রহ করে। রাঙামাটি ছাড়া সব জেলা থেকে নমুনা নেওয়া হয়। মোট ৪ হাজার ৯৮৫ জন ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক এতে অংশ নেন। সরাসরি উপস্থিত হয়ে সিএপিআই পদ্ধতিতে সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপে আস্থার পরিমাণ ৯৫ শতাংশ, আর সম্ভাব্য ভুলের পরিমাণ ১ দশমিক ৪ শতাংশ।

বিশ্লেষকেরা মনে করছেন, বিএনপি ও জামায়াতের সমর্থন ব্যবধান এতটাই কম যে ছোট দলগুলোর অবস্থান এবার নির্বাচনকে নতুনভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন-তিন দলের সমর্থন যেদিকে ঝুঁকবে, সেই জোটের পাল্লাই ভারী হয়ে উঠতে পারে।

তবে আসন নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের নির্বাচনী পদ্ধতি। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায় যে প্রার্থী বেশি ভোট পাবে, সেই জিতবে। ফলে দুই দলের জনসমর্থন কাছাকাছি হলেও বাস্তবে কোন দল কত আসন পাবে, তা নির্ভর করবে মাঠের লড়াই ও স্থানীয় সমীকরণের ওপর।

এসএইচ