সাদিক কায়েমের দুঃখ প্রকাশ: ‘রিজভী ভাইয়ের পদক্ষেপ ইতিবাচক দৃষ্টান্ত’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩২ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুঃখ প্রকাশ করেছেন। তাঁর ওই বক্তব্যের পর জামায়াত ও সাদিক কায়েমের পক্ষ থেকে প্রতিবাদ-বিবৃতি দেওয়ার পর রিজভী তার অবস্থান সংশোধন করেন।

এদিকে, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পোস্টের শব্দচয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এর পর, রিজভীর পদক্ষেপে প্রশংসা জানিয়ে ফেসবুকে এক পোস্ট দেন তিনি।

সাদিক কায়েম লিখেছেন, “এআই জেনারেটেড ছবি এবং ভুয়া ফটোকার্ডের বিভ্রান্তিতে পড়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি এই পদক্ষেপকে ব্যক্তিগতভাবে সম্মান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবে। তবে, ভুয়া তথ্য, এআই ছবি বা যাচাইবিহীন বক্তব্যের মাধ্যমে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কখনোই উচিত নয়। রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

ডাকসু ভিপি সাদিক কায়েম, রিজভী ভাইয়ের পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি, তার ফেসবুক পোস্টে বলেন, “গতকাল (শুক্রবার) ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেখানে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন, তাদের পরামর্শের জন্য আমি কৃতজ্ঞ।"

তিনি আরও লেখেন, “বাংলাদেশপন্থী রাজনীতির কমন শত্রু হলো আধিপত্যবাদী শক্তি ও গণহত্যাকারী আওয়ামী লীগ। আমরা তাদের বিরুদ্ধে সজাগ থেকে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

এম