আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো অবস্থাতেই জুলাই যোদ্ধাদের অনিরাপত্তার মুখে পড়তে দেওয়া হবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকের মধ্যেই উদ্বেগ রয়েছে—বর্তমান অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। এ বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে ইনশাল্লাহ। তাদের কোনোভাবেই ঝুঁকির মধ্যে রাখা হবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের পতাকা হাতে দেশে ফিরবেন। ওই দিন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুনভাবে জেগে উঠবে বিএনপি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজীব আহসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এম