সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস, ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

  • বাসস | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী জশেরিং টোবগে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসএইচ