গাড়ির নিচে নারী বিবেকহীন শিক্ষক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৫:০৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের গাড়ির চাপায় নিহত নারীর স্বজনদের আহাজারি

ঢাকা : গাড়িটি ধাক্কা দিলে সড়কে পড়ে যান মোটরসাইকেল আরোহী। গায়ের জামা আটকে যায় গাড়ির বাম্পারে। তখনো চলছিল গাড়িটি। আশপাশের লোকজন থামানোর চেষ্টা করছিল গাড়িটিকে। কিন্তু বেপরোয়া চালক টেনেহিঁচড়ে নিয়ে চলে বাম্পারে আটকে যাওয়া মোটরসাইকেল আরোহীকে। পেছন পেছন তাড়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে গাড়িটি থামানো গেল, রক্তাক্ত ক্ষতবিক্ষত নিথর দেহটি উদ্ধার করে জনতা।

রাজধানীর শাহবাগসংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে গতকাল শুক্রবার বিকেল ৩টায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার (৪৫)।

আরও পড়ুন : ঢাবিতে গাড়িচাপা: সেই শিক্ষক গ্রেপ্তার

গাড়ির চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) সাবেক সহযোগী অধ্যাপক জাফর শাহ (৪৮)। নৈতিক স্খলনের অভিযোগে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। জনতা গাড়িটি আটকের পর গণধোলাই দেয় চালককে। গাড়িটিতে ভাঙচুরও করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আর রুবিনার নিহর দেহটিও নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা মেট্রো-ক ০৫-০০৫৫ নম্বরের গাড়িটি চালিয়ে শাহবাগ থেকে টিএসসির দিকে আসছিলেন সহযোগী অধ্যাপক জাফর। গাড়িতে আর কেউ ছিলেন না। নিজেই চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে এক নারী তার গাড়ির নিচে পড়ে আটকে যান। আশপাশে লোকজনের উপস্থিতি দেখে চালক ভয় পেয়ে যান। তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন।

আরও পড়ুন : গাড়িচাপায় নারীর মৃত্যু, ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ওই নারীকে গাড়ির নিচ থেকে উদ্ধার করার জন্য পথচারীরা ওই চালককে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে টিএসসি হয়ে নীলক্ষেতের দিকে চলে যান। এ সময় পথচারীরা গাড়িটিকে পেছন থেকে তাড়া করেন। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে গাড়িটি আটকে ফেলেন পথচারীরা। গাড়ির নিচ থেকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

এ সময় গাড়ির চালককে গণপিটুনি দেন পথচারীরা। গাড়িটি ব্যাপক ভাঙচুরও করা হয়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আর বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত রুবিনার মৃত্যু হয়।

আরও পড়ুন : নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় থাকতেন। তার স্বামী এক বছর আগে মারা গেছেন। তাদের এক সন্তান রয়েছে।

নিহত রুবিনার দেবর নুরুল আমিন বলেন, ‘রাজধানীর হাজারীবাগের সেকশন এলাকায় আমার বাসা। তেজগাঁও থেকে ভাবিকে নিয়ে মোটরসাইকেলে হাজারীবাগের বাসায় যাচ্ছিলাম। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত পাশে মোটরসাইকেলটিকে একটি গাড়ি ধাক্কা দিলে ভাবি গাড়ির সামনে পড়ে যান। আমিও পাশে পড়ে যাই। ভাবি প্রাইভেট কারের বাম্পারের সঙ্গে আটকে যান। পরে গাড়িটি ভাবিকে টেনেহিঁচড়ে নিয়ে দ্রুত চালিয়ে যেতে থাকে। নীলক্ষেত পর্যন্ত গেলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে এবং ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

জাফর শাহর বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘নৈতিক স্খলনের অভিযোগ ওই শিক্ষককে ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার সঙ্গে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন : ঢাবি ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে পড়া নারীকে নিয়েই ছুটলেন চালক

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুর্ঘটনার শিকার প্রাইভেট কারের চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ইনস্টিটিউটের সাবেক সহযোগী অধ্যাপককে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত রুবিনা আক্তারের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সোনালীনিউজ/এমটিআই