• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবিতে গাড়িচাপা: সেই শিক্ষক গ্রেপ্তার


ঢাবি প্রতিনিধি ডিসেম্বর ৩, ২০২২, ০৪:৪৫ পিএম
ঢাবিতে গাড়িচাপা: সেই শিক্ষক গ্রেপ্তার

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গাড়িচাপায় রুবিনা আক্তার নিহতের ঘটনায় চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন দায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহের ব্যক্তিগত গাড়ির নিচে পড়ে আটকে যান রুবিনা আক্তার। পথচারীদের বারবার চিৎকার সত্ত্বেও আজহার জাফর শাহ ওই অবস্থাতেই গাড়িটি চালিয়ে যান প্রায় এক কিলোমিটার। প্রচণ্ড চাপ ও আঘাতে পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়। আজহার জাফর শাহকে গাড়িসহ আটকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় এবং গাড়িও ভাঙচুর করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!