চোটে পড়ে ছিটকে গেলেন মাশরাফি, নেতৃত্বে তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ১১:৪১ পিএম

ঢাকা: গোটা বিশ্বকাপেই খেলেছেন চোট নিয়ে। তারপরও শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য তৈরি ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে শ্রীলঙ্কা সফর থেকে তিনি ছিটকে গেলেন। ফলে তার আর শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না।

তাহলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে? সহ-অধিনায়ক সাকিব আল হাসানও ছুটিতে রয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিরিজ শুরু ২৬ জুলাই। এখনো দেরি আছে। এর মধ্যে বোর্ড নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে।’ এর পরেই বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে বললেন, ‘মাশরাফি শেষ মুহূর্তে ছিটকে পড়েছে। এই সফরে দলকে নেতৃত্ব দেবে তামিম।’

বাংলাদেশ দলকে তামিম নেতৃত্ব দিয়েছেন একবারই ২০১৭ সালে ক্রাইস্টচার্চ টেস্টে। সেই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। এবার মাশরাফি চোটে পড়ায় আবার নেতৃত্বের ভার পড়ল তামিমের কাঁধে। এখন দেখাই যাক, শ্রীলঙ্কা সফরে কেমন করে তামিমের বাংলাদেশ।

সোনালীনিউজ/আরআইবি