আফিফের হতাশ হওয়াটা ভালো লেগেছে ব্যাটিং কোচের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৯:৪৫ পিএম

ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আট নম্বরে নেমে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলে স্বাগতিকদের জয়ের নায়ক আফিফ হোসেন। শেষ ওভারে তিনি যখন আউট হন তখন জয় থেকে ঢিল ছোঁরার দুরত্বে বাংলাদেশ।

শনিবার দলের অনুশীলন শেষে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি জানান, আফিফের ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ দাগ কেটেছে তার মনে,‘ ওর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো, আউট হয়ে ফেরার সময় ম্যাচ শেষ করতে না পারায় খুব হতাশ ছিল। এতেই আমি বুঝেছি, ওর মাঝে বিশেষ কিছু আছে। ও সাহসী, স্মার্ট ক্রিকেট খেলেছে।’

দশম ওভারে ৬০ রানে ৬ উইকেট পতনের পর ক্রিজে গিয়ে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আফিফ। এরপর আর পেছনে তাকাতে হয়নি ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। অমন চাপের মধ্যে যে কর্তৃত্ব নিয়ে তিনি খেলেছেন তাতে মুগ্ধ ব্যাটিং কোচ,‘ সিপিএলে ওর একটা চুক্তি ছিল। এতেই বোঝা যায় কেউ কেউ ওর মাঝে ইতিবাচক কিছু দেখেছে। ও মাঠে নেমেই ম্যাচটা ওদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ওর অ্যাপ্রোচ আমার পছন্দ হয়েছে। ওকে দেখাটা ছিল রোমাঞ্চকর। আমি ওকে কয়েক দিন দেখেছি। ওর সম্পর্কে কয়েক মাস ধরেই শুনছিলাম। আমি খুব খুশি যে ও দলে ফিরেছে আর দেখিয়েছি সে কি। ওকে ফিরে পাওয়াটা দারুণ, আশা করি ওর ধারাবাহিকতা থাকবে। অবশ্যই ম্যাচে ওর দারুণ একটা প্রভাব ছিল।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই