জিম্বাবুয়ের বিপক্ষে আজ কেমন হতে পারে বাংলাদেশ একাদশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১১:৫৮ এএম

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ঢাকা পর্ব শেষ। বুধবার (১৮ সেপ্টেম্বর)থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। প্রথম দিনেই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। যাদের ঢাকা পর্বে হারিয়েছে বাংলাদেশ তরুণ আফিফ হোসেন কল্যাণে। নয়তো সেই ম্যাচেও নির্ঘাত হারত সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। রশিদ খান-মুজিব-উর-রহমানদের বিপক্ষে ব্যাট করতে গিয়ে নিজেদের দূর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছে।

 

দুই ম্যাচেই ব্যর্থ সৌম্য সরকারকে ছেঁটে ফেলা হয়েছে। তাকে বাংলাদেশ ‌এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছে শ্রীলঙ্কা সফরে। সৌম্যর জায়গায় অভিষেক হতে পারে তরুণ মোহাম্মদ নাঈমের। খুব সম্ভবত তিনিই লিটন দাসের সঙ্গে ওপেন করতে পারেন। পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আরও এক জায়গায়। সাব্বির রহমানের স্থলাভিষিক্ত হতে পারেন লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান(অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান

সোনালীনিউজ/আরআইবি/এএস