ওমরাহ পালন করতে সৌদি আরব গেলেন সাকিব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০২:৪৫ পিএম

ঢাকা: জুয়াড়ির তথ্য গোপন করার অভিযোগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। অবশ্য এর মধ্যে এক বছরের স্থগিতাদেশ রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৯ অক্টোবর ফের ক্রিকেটে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার আগের সময়টা সাকিব কাজেই লাগাচ্ছেন। আগেও বেশ ক’বার সৌদি আরব গিয়েছেন।

এবারও পবিত্র ওমরাহ পালন করার জন্য বৃহস্পতিবার মধ্যরাতের ফ্লাইটে সৌদি আরব গেলেন সাকিব। ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটের অতিথিদের স্বাগত জানানো ও বিদায়ী অভ্যর্থনা জানাতে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত থাকেন ওয়াসিম খান। তিনি রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন। সেখানে তিনি লিখেছেন,‘ ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইল।’

পরে ওয়াসিম খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টার ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব। ২০ নভেম্বরের মধ্যে তাঁর দেশে ফেরার কথা।

সোনালীনিউজ/আরআইবি/এএস