পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পেলে প্ল্যানিং করতে সুবিধা হয়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৬:১২ পিএম

ঢাকা: বাংলাদেশ টি-২০ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, দলের সবাই এখন ভালো ছন্দে আছে, আমরা টি-২০ সিরিজ জিততে চাই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পাকিস্তান সফরকে সামনে রেখে শেষদিনের অনুশীলন শেষে জানিয়েছেন তিনি। 

রিয়াদ জানান, মুশফিক না থাকলেও, মিডল অর্ডার দায়িত্ব নিয়ে খেললে সমস্যা হবে না বলে জানান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এদিকে, পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেলে দল নিয়ে পরিকল্পনা করতে সহজ হয়। 

বাংলাদেশ টি-২০ দলের ভারপ্রাপ্ত বলেন, টি-২০ র‍্যাংকিয়ে আমরা ৯ নম্বরে ওরা এক নম্বরে রয়েছে। তারা এই ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো খেলছে।  তিনি আরো বলেন, আমি খুবই আশাবাদী, সেখানে ভালো কিছু দিতে পারবো। এবং আমরা সিরিজ জেতার চেষ্টা করবো। যেহেতু সিরিজে মুশফিককে পাওয়া যাবে না সেক্ষেত্রে তামিম ইকবালকে টপ অর্ডারে দায়িত্ব পালন করতে হবে।

পূর্ণমেয়াদে অধিনায়কের বিষয়ে রিয়াদ বলেন, পূর্ণমেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া গেলে প্ল্যানিং করতে সুবিধা হয়। এটা সম্পূর্ণ বোর্ডের বিষয়। এই মুহূর্তে আমাকে যে সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা নিয়ে ভাবছি। আর চেষ্টা করবো সিরিজে ভালো কিছু করতে পারি।

সোনালীনিউজ/এমএএইচ