ইকার্দিকে স্থায়ীভারে রেখে দিয়েছে পিএসজি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২০, ১১:৫৪ এএম

ঢাকা: ইন্টার মিলান থেকে গত সেপ্টেম্বর এক মৌসুমের জন্য মাউরো ইকার্দিকে ধারে এনেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বাই আউট অপশন থাকায় আর্জেন্টাইন স্ট্রাইকারকে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগও ছিল ফরাসি চ্যাম্পিয়নদের সামনে। সেই সুযোগটি কাজে লাগিয়ে ইকার্দিকে স্থায়ীভারে রেখে দিয়েছে পিএসজি। চুক্তিতে ব্যয় হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।

নতুন চুক্তির ফলে ২০২৪ সালের জুন পর্যন্ত পিএসজিতে স্থায়ী বন্দোবস্ত করে ফেললেন ইকার্দি। ফরাসি মৌসুম শেষ হওয়ার আগে তার পারফরম্যান্সও ছিল নজর কাড়া। ৩১ ম্যাচে করেছেন ২০ গোল। তার এই ফর্মই প্রলুব্ধ করেছে পিএসজিকে। ফরাসি মৌসুম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ৩০ এপ্রিল।

অবশ্য দলে জায়গা পেতে লড়াইও করতে হচ্ছিল ইকার্দিকে। আর সেটি ছিল পিএসজির সর্বকালের সর্বোচ্চ স্কোরার এদিনসন কাভানির সঙ্গে। তবে কাভানির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩০ জুন।

সোনালীনিউজ/টিআই