১৩ বছর পর ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন হিগুয়েন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ১০:৩৯ এএম

ঢাকা: জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন। এর মধ্য দিয়ে ১৩ বছর পর ইউরোপ ছাড়তে যাচ্ছেন তিনি। ইতালিকে বিদায় জানিয়ে ডেভিড বেকহামের মালিকাধীন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জুভেন্টাস তাদের ওয়েবসাইটে হিগুয়েনের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

১৩ বছর আগে ২০০৭ সালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ৬ বছরে খেলেছিলেন ১৯০ ম্যাচ। গোল করেছিলেন ১০৭টি। ২০১৩ সালে রিয়াল ছেড়ে যোগ দেন নাপোলিতে। খেলেন ১০৪ ম্যাচ। গোল করেন ৭১টি।

২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ম্যাচ খেলেছেন ১৪৯টি। গোল করেছেন ৬৬টি। যা তাকে ক্লাবটির সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিনি ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতাও। অবশ্য জুভেন্টাসে থাকাকালীন ধারে খেলেছিলেন এসি মিলান ও চেলসিতে।

হিগুয়েনের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস এক বার্তায় লিখেছে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক গোল করেছি। অনেক জয় পেয়েছি। অবশেষে গঞ্জালো হিগুয়েন ও জুভেন্টাসের পথ বদলে যাচ্ছে। সমঝোতার মাধ্যমে তার এই বদল হচ্ছে। এবার বিদায় বলার পালা। সব কিছুর জন্য ধন্যবাদ পিপা। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।

সোনালীনিউজ/এইচএন