খরা কাটাতে মরিয়া হিগুইন

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৬, ০৪:৪৫ পিএম

কোপা আমেরিকার শতবর্ষী আসরটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুইন। তবে নাপোলির এই তারকা ফরোয়ার্ডের আশা, এবারই তার দেশ লম্বা শিরোপা-খরা কাটাতে পারবে।

১৯৯৩ সালের কোপা আমেরিকার পর বড় কোনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে লিওনেল মেসিদের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন ভাঙে। এর পর গত বছরের কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে হারে তারা।

সেরি আতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের (৩৬) রেকর্ড গড়া হিগুইন গত বুধবার বলেন, কোপা আমেরিকা খুব কঠিন হবে। কিন্তু আমরা এটা জিততে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। আর লক্ষ্য অর্জনে আমি আমার সেরা চেষ্টা করব।

টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার এরিক লামেলাও সুর মেলান হিগুইনের সঙ্গে। চিলিতে হওয়া কোপার চেয়ে এটা ভিন্ন। কিন্তু সব সময়ের মতো আর্জেন্টিনার লক্ষ্য একই এবং তা হলো শিরোপা জয়। (আর্জেন্টিনার) মানুষ একটা শিরোপা চায় এবং আমরাও তাই চাই।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই