টেস্ট থেকে কুলাসেকারার অবসর ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৬, ১২:৫৪ পিএম

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নুয়ান কুলাসেকারা। তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসলিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

অবসরের পর কুলাসেকারা বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই। আমি মনে করি এটাই অবসরের সঠিক সময়। আশা করি এটা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রস্তুতির ভালো সুযোগ দেবে। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে চাই আমি।’

২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কুলাসেকারার। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে ৫৮ রানে ৮ উইকেট তার ম্যাচসেরা বোলিং। ২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন নিজের শেষ টেস্ট ম্যাচ। মোট ২১ টেস্টে নিয়েছেন ৪৮ উইকেট।

টেস্টের চেয়ে সীমিত ওভারের ক্রিকেটেই অবশ্য বেশি স্বাচ্ছন্দ্য কুলাসেকারা। এখন পর্যন্ত ১৭৩ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ১৮৬টি। ২০০৯ সালের মার্চে আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছিলেন শীর্ষে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ