বৃষ্টির পর খেলা শুরু, সময়ে পরিবর্তন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২২, ০৪:০৭ পিএম

ঢাকা: অবশেষে আবারো শুরু হলো খেলা। বৃষ্টিতে চার ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়েছে। বেলা ১২টায় বৃষ্টি নামে। 

এরই মধ্যে লাঞ্চ ও চা বিরতি শেষ করা হয়েছে। খেলা চলবে ৬টা পর্যন্ত। দিনের খেলার বাকি এখনও ৩৭ ওভার। এদিকে সময়েও পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ ও পঞ্চম দিন আধঘণ্টা আগে শুরু হবে খেলা। অর্থাৎ শেষ দুই দিন খেলা শুরু হবে সাড়ে ৯টায়।

দুই ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টিতে মিরপুরের সবুজ গালিচা ভিজে একাকার। দুপুর ১২টার পর আচমকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামে ২টা ১০ মিনিটে। বৃষ্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা পণ্ড হয়েছে। 

এর আগে বৃষ্টি থামার পর আম্পায়াররা বেলা ৩টায় মাঠ দেখেন। এরপরই খেলা শুরুর সময় জানানোর কথা ছিল। কিন্তু আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা ফের মাঠ পরিদর্শন করেন বেলা সাড়ে ৩টায়। এর কিছুক্ষণ পর তারা ৪টায় খেলা শুরুর সিদ্ধান্ত জানান।

বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে তুলেছে ২১০ রান। এখনো ১৫৫ রানে পিছিয়ে আছে অতিথিরা। সকালের সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। ২ উইকেট তুলে বাংলাদেশই ছিল এগিয়ে।

সোনালীনিউজ/এআর