বাকি ৬ কারাবন্দি খেলোয়াড় ও কোচের জামিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৩:৪৬ পিএম

ঢাকা: যুব গেমসে অংশ নিয়ে ঢাকা থেকে ফেরার সময় জাতীয় জরুরি সেবায় (৯৯৯) কর্মরত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার সঙ্গে হাতাহাতি ও মারামারি হয় খেলোয়াড়দের। 

এ সময় তাকে ও তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়াকে মারধর, শ্লীলতাহানি ও গলার চেইন ছিনতাইয়ের অভিযোগ এনে রেলওয়ে থানায় মামলা করেন রাজিয়া সুলতানা। এ মামলায় ১১ খেলোয়াড় ও কোচকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল সোমবার ৫ খেলোয়াড় জামিন পান। বাকি ছয় খেলোয়াড় ও কোচকে রোববার রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মো. লিটন হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন, আলী আজম (১৯), আকাশ আলী মোহন (২০), রিমি খানম (১৯), পাপিয়া সারোয়ার ওরফে পূর্ণিমা (১৯), মোছা. দিপালী (১৯) ও সাবরিনা আক্তার (১৯) এবং তাদের কোচ আহসান কবীর (৪৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবি মুসাব্বিরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ ছিল না। তাই চার্জশিট না হওয়া পর্যন্ত আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

সোনালীনিউজ/এআর