সেই ফকিরের স্বপ্নপূরণ করলেন তামিম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ১০:১১ পিএম

ঢাকা: ১৮ ইঞ্চির শাহীন ফকিরের স্বপ্ন ছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দেখা করা। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বরিশালের শাহীন ফকিরের সঙ্গে দেখা করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। 

শুক্রবার সিলেটের টিম হোটেল গ্র্যান্ড সিলেটে তার সঙ্গে দেখা করেন তামিম। জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠেন শাহীন। একটি সংবাদমাধ্যমে তার তামিমকে দেখার স্বপ্নের কথা জানিয়ে সংবাদ প্রচার হয়। সেটি নজরে আসে দেশসেরা ওপেনারের। তাকে নিয়ে আসতে বলেন তামিম।  

টিম হোটেলে শাহীনকে তামিম একটি জার্সিও উপহার দেন। তাতে অটোগ্রাফ ছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিসদের। এসময় শাহীন বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে পছন্দ করি। কিন্তু তামিম ইকবাল সবচেয়ে পছন্দের। এরপর সাকিব আল হাসান।’

শাহীন বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার আবুল হাসেম ফকিরের ছেলে। বাবা-মা, দুই ভাই, চার বোন ও ভাবী-ভাতিজীকে নিয়ে যৌথ পরিবারে বাস করেন তিনি। তিন বোনের বিয়ে হয়েছে। এক ভাই মালয়েশিয়া প্রবাসী। চতুর্থ শ্রেণির পর পড়াশোনা চালিয়ে নিতে পারেননি তিনি। ছোট একটি দোকানই তার সম্বল।

 সোনালীনিউজ/এআর