সিলেটে মুশফিক-ঝড়ের পর বৃষ্টি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৭:১৩ পিএম

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইলফলকের দেখা পান তামিম ইকবাল। ব্যক্তিগত ১৪ রানে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকের দেখা পান তামিম। 

এরপর লিটন তার ৭০ রানের ইনিংসে দেখা পান ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকের। এরপর মুশফিকুর রহিম। 

গতকাল দিনভর বৃষ্টি হলেও আজ সেটি ছিল না। অবশেষে সিলেটে নামল বৃষ্টি। বাংলাদেশ ইনিংসের শেষের পর উইকেট ঢেকে দেওয়া হয়েছে কাভারে। যদিও বৃষ্টির তোপ খুব একটা বেশি নয়।

এ মুহূর্তে অবশ্য নেমেছে ঝুম বৃষ্টি। সন্ধ্যা ৬-২৮ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে কাটা যাবে ওভার, ফলে এখন সেটিই হচ্ছে। ম্যাচে রাত ১১টা পর্যন্ত চলতে পারে, সেক্ষেত্রে ন্যূনতম ২০ ওভার খেলা হতে গেলে ম্যাচ শুরু হতে হবে প্রায় ৯-৪০ মিনিটের দিকে। এ মুহূর্তে বৃষ্টির তোপ বেড়েছে সিলেটে, আপাতত আশার খবর নেই কোনো।

সোনালীনিউজ/এআর