ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তার ঠিক পরেই ঘটে গেল বিব্রতকর এক পরিস্থিতি। দর্শকদের গালিগালাজও শুনতে হয়েছে দলকে।
গালমন্দ শুনে দর্শককে জবাব দিতে চেয়েছিলেন শামীম পাটোয়ারি। তবে তানজিম হাসান সাকিবের বাধায় তা পারেননি তিনি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে গ্যালারি থেকে শুরু হয় চিৎকার আর গালিগালাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা যখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক দর্শক তীব্র ভাষায় গালাগাল করছিলেন।
[249750]
অন্য ক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেলেও থেমে যান শামীম হোসেন পাটোয়ারী। তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান।
শামীমের এমন প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারির অনেক দর্শক একসঙ্গে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। ঠিক তখনই সতীর্থ তানজিম হাসান সাকিব ফিরে এসে শামীমকে টেনে নিয়ে ড্রেসিংরুমের দিকে নিয়ে যান। সৌভাগ্যবশত, পরিস্থিতি আর বাড়তে দেয়নি কেউ। শামীমও শান্ত হয়ে ভেতরে চলে যান।
ক্রিকেটারদের এমন পরিস্থিতিতে পড়া নিঃসন্দেহে হতাশাজনক। তবে দর্শকদের হতাশারও কারণ রয়েছে। পুরো সিরিজে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন শামীম। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ২১ রান। প্রথম ম্যাচে ৬ রানে আউট, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬, আর শেষ ম্যাচে করেন মাত্র ৯ রান।
এআর