আলভারেজের দুর্দান্ত গোলে চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়

  •  ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৯:৩৬ এএম
সংগৃহীত ছবি

ঢাকা: জয়ের ধারা অব্যাহত রয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ যেই হোক না কেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঠিকই হাসিমুখে মাঠ ছাড়ছে। সেই ধারাবাহিকতায় আজ চিলির বিপক্ষেও জয় পেয়েছে। অবশ্য টানা চতুর্থ জয়ের ব্যবধানটা বড় নয়, ১-০ গোলের।

জয়সূচক গোলের মালিক হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৬ মিনিটে দলকে দারুণ এক কাউনটার অ্যাটাকে এগিয়ে দেন আলভারেজ। থিয়াগো আলমাদার পাস ধরে চিলির ডি বক্সে প্রবেশ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড। প্রতিপক্ষের গোলরক্ষক ব্রায়ান কোর্তেস প্রতিহত করতে গোলবার ছেড়ে বেরিয়ে আসলে চিপ করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

এর আগে অবশ্য ঘরের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চিলি। তবে ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি বক্স থেকে নেওয়া অ্যালেক্সিস সানচেজের পাওয়ারফুল শক্তি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা দুই মিনিট পরেই সুযোগ পেয়েছিল। কিন্তু ষষ্ঠ মিনিটে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রদ্রিগো ডি পল।

বিরতিতে যাওয়ার ঠিক আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ৪৩ মিনিটে নেওয়া তার মাটি কামড়ানো শটটি সরাসরি আসায় ধরতে কোনো অসুবিধা হয়নি চিলির গোলরক্ষক কোর্তেসের।

এসআই