টেস্টে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের জো রুট

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৩:০৮ পিএম

ঢাকা : ব্যাট হাতে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে অনেক আগেই নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে ইংল্যান্ডের জো রুট। শুধু ব্যাট নয় এবার ফিল্ডিংয়েও গড়েছেন বিশ্বরেকর্ড। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে ক্যাচের দিক থেকেও শীর্ষে উঠে এলেন জো রুট।

টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন যৌথভাবে রাহুল দ্রাবিড় ও জো রুটের। হেডিংলি টেস্টে নিজের ২১০তম ক্যাচটি নিয়ে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট। তবে একটি দিক থেকে তিনি দ্রাবিড়ের চেয়ে এগিয়ে রুট এই কীর্তি গড়েছেন মাত্র ২৯৩ ইনিংসে, যেখানে দ্রাবিড়ের লেগেছে ৩০১ ইনিংস।

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে রুটের কাছাকাছি রয়েছেন কেবল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তালিকার চতুর্থস্থানে থাকা এই তারকার ক্যাচ সংখ্যা ২০০। স্টিভ স্মিথের এই তালিকার শীর্ষে উঠতে প্রয়োজন আরও ১০টি ক্যাচ।

ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রুট। টেস্ট ক্রিকেটে এখন সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি রয়েছেন পঞ্চম স্থানে। আর মাত্র ৩৪৫ রান করলেই উঠে যাবেন দ্বিতীয় স্থানে, টপকে যাবেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কে। তখন তার সামনে থাকবেন কেবল ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

সর্বাধিক ক্যাচের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০৫ ক্যাচ)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে স্মিথ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২০০ ক্যাচ)।

পিএস