নিসাঙ্কার সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে শ্রীলঙ্কা  

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৫:১২ পিএম

ঢাকা: সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ দলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন পাথুম নিশাঙ্কা। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 

২৭ বছর বয়সী এই তারকার দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে যেন অসহায়ত্ব প্রকাশ করছেন বাংলাদেশের বোলাররা। এই দেখেশুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন, পরক্ষণে মারার বল পেলেই বাউন্ডারি হাঁকাচ্ছেন নিশাঙ্কা।

শ্রীলঙ্কার সংগ্রহ ৬৮ ওভারের খেলা শেষে ১ উইকেটে ২৪২ রান। নিশাঙ্কা ১৩০ আর দিনেশ চান্দিমাল ৫৯ রানে অপরাজিত। বাংলাদেশ থেকে মাত্র ৫ রানে পিছিয়ে লঙ্কানরা।

[251670]

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের। ২৪৭ রানে অলআউট হয় সফরকারীরা।

এরপর ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনের বাকি সময়ে ২১ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের শুরুতে লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০) ফেরান তাইজুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে আবারও প্রাচীরের মতো দাঁড়িয়ে যান নিশাঙ্কা ও চান্দিমাল। এখন ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন তারা।

এআর