ঢাকা : ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার‑ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) সকাল পৌনে ১০টায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চে ঠাসা ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলকে হারায় সৌদি আরবের ক্লাবটি।
খেলার মাত্র ৯ মিনিটে আল হিলালের জালে বল পাঠায় ম্যানচেষ্টার সিটির বার্নার্দো সিলভা। এরপরই পরপর আল হিলালের মার্কোস লিওনার্দো এবং মালকম ম্যানচেস্টারের গোলবারে দুই গোল দিয়ে ম্যাচে এগিয়ে যায়।
এরপর দ্বিতীয়ার্ধে ম্যানসিটির আর্লিং হ্যালোন্ড আল হিলালের জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।
আল হিলালের কালিদু কুলিবালির গোলে আল হিলাল এগিয়ে গেলেও ম্যানসিটির লি ফোডেনের গোলে আবার সমতায় আসে খেলা।
কিন্তু খেলার ১১২তম মিনিটে আল হিলালের মার্কোস লিওনার্দোর দ্বিতীয় গোলে ম্যানচেস্টার সিটিকে বিমানের টিকিট ধরিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আল হিলাল।
পিএস