দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৯:১৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। প্রথম ম্যাচেই দেশটিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল ফুটবল দল।

আজ (শুক্রবার) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভো ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সিউলে খেলার শুরু থেকেই ব্রাজিল যেন নিজের চেনা ছন্দেই ছিল। ম্যাচের মাত্র ১২ মিনিটেই ব্রুনো গিমারাইসের নিখুঁত পাস থেকে এস্তেভাও প্রথম গোলটি করেন। ৪০ মিনিটে আসে দ্বিতীয় গোল। ভিনি জুনিয়রের বুদ্ধিদীপ্ত পাস থেকে রদ্রিগো জালের দেখা পান। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে, যেখানে কোরিয়া বল দখলে থাকলেও কোনোভাবে ব্রাজিলের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি।

দ্বিতীয়ার্ধ শুরু হলে ৪৬ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান এস্তেভাও, কিম মিন-জায়ের ভুলে সুযোগ বুঝে নেন তরুণ ফরোয়ার্ড। তিন মিনিট পরেই রদ্রিগো নিজের দ্বিতীয় গোলটি করেন। ক্যাসেমিরোর ট্যাকল থেকে শুরু হওয়া আক্রমণে ভিনির পাস ধরে গোলরক্ষকের নাগালের বাইরে পাঠান বল।

৭৭ মিনিটে আসে পঞ্চম ও শেষ গোলটি। এইবার ভিনি জুনিয়র নিজেই স্কোর করেন মাতেউস কুনহার পাস থেকে। শেষ পর্যন্ত ৫-০ গোলের দাপুটে ব্যবধানে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

পিএস