গল্ফে নতুন অনুপ্রেরণার দিগন্ত

৭৮৭ জন গল্ফার অংশগ্রহণে শেষ হলো ১ম ইউনূস গ্রুপ কাপ

  • স্টাফ রিপোর্টার  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৫:৩১ পিএম
ছবি: সোনালীনিউজ

রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে শেষ হলো চার দিনব্যাপী ‘প্রথম ইউনূস গ্রুপ কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৫’। বুধবার (৫ নভেম্বর) শুরু হওয়া এই প্রতিযোগিতার পর্দা নামে শনিবার রাতে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ (অবঃ), ইউনূস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসসহ সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিরা।

মোহাম্মদ ইউনুস বলেন, ‘মাত্র ১৬ দিনের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে বশির সাহেবের অনুপ্রেরণায়। এবারের আয়োজনে অংশ নিয়েছেন ৭৮৭ জন গল্ফার, তাদের মধ্যে ১১ জন ছিলেন জুনিয়র।’

তিনি আরও বলেন, ‘গল্ফ এমন এক খেলা যেখানে সব বয়সের মানুষ অংশ নিতে পারে। শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনূস গ্রুপ সবসময় “সুস্থ দেহ, সতেজ মন” গঠনে কাজ করতে চায়।’

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচটি বিভাগে—রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। ওভারঅল চ্যাম্পিয়ন হন মেজর জাকির আহমেদ (অবঃ), ভ্যাটারান বিভাগে ক্যাপ্টেন মো. ওমর ফারুক (অবঃ), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মো. মোস্তফা আবেদীন (অবঃ), লেডি উইনার মিসেস নাসরিন আক্তার এবং জুনিয়র উইনার মাস্টার ইহান ইউসুফ।

শুক্রবার সকালে লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে গল্ফ ক্লাবের সবুজ মাঠে নিজ হাতে বল মেরে প্রতিযোগিতার সূচনা করেন ইউনূস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস-যা ছিল এক প্রতীকী অনুপ্রেরণার মুহূর্ত।

দেশের ব্যবসা ও শিল্প জগতের এক উজ্জ্বল নাম ইউনূস গ্রুপ এবার খেলাধুলার অঙ্গনে পা রাখল এই আয়োজনের মধ্য দিয়ে। টুর্নামেন্টের স্পন্সর ছিল ইউনূস গ্রুপের দুটি শীর্ষ ব্র্যান্ড-ম্যানোলা ও সোনালী পেপার।

চার দিনব্যাপী এই আয়োজন শুধু একটি গল্ফ প্রতিযোগিতা নয়-এটি দেশের ক্রীড়া সংস্কৃতিতে নতুন এক অধ্যায়ের সূচনা।

‘ইউনূস গ্রুপ কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৫’ হয়ে উঠেছে এক প্রাণবন্ত উদযাপন, যেখানে ব্যবসা, ক্রীড়া ও সৃজনশীলতার বন্ধন মিলেছে একই মঞ্চে।

এসএইচ