বিধ্বস্ত বিমানে থাকা ফুটবলারদের নামের তালিকা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৬, ০১:০৯ পিএম

ব্রাজিলিয় শ্যাপোকোয়েন্সের ক্লাব ফুটবল দলসহ ৭২ জন যাত্রী নিয়ে কলম্বিয়ার আকাশে বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টা দিকে কলম্বিয়ার রাজধানী মেডেলিন শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়া টুডের এক প্রতিবেদনে এ ঘটনা নিশ্চিত করা হয়েছে। তবে কেন ও কী কারণে দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা কেউ জানাতে পারেনি।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয় শ্যাপোকোয়েন্সের ক্লাব ফুটবল দল কলম্বিয়ার রাজধানী মেডেলিনে যাচ্ছিল এসএ কাপের ফাইনাল খেলতে। এসময় ফুটবল দলের সদস্যসহ ৭২ জন যাত্রী ছিল বিমানে। মধ্যরাতে রাজধানী মেডেলিন শহরের অদূরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরে ৭২ জন বিমানযাত্রীর ভাগ্যে কী ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, মেডেলিনের মেয়র ফেডরিকো গুটারেজের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ব্ল রেডিও জানায়, মেডেলিন শহরের বাইরে পার্বত্য এলাকায় মধ্যরাতেরর দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। খবর পাওয়ার পরেই মেয়র রওনা দেন ঘটনাস্থলের দিকে।

ফেডরিকো আরো বলেছেন, বিমান দুর্ঘটনার কারণটি স্পষ্ট নয়। তবে ঘটনা জানার পরেই সেখানে উদ্ধারকারীরা রওনা দেয়। সেটা একটা ভয়াবহ ট্রাজেডি।

মেডেলিনের বিমানবন্দর কর্তৃপক্ষও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছে, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে লেগে পড়েছে। তবে হতাহতের সংখ্যা এখন অজ্ঞাত। 

অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়া কথা ছিল দলটির। তবে বিধ্বস্ত হওয়া বিমানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোন সদস্য ছিলেন না। আর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর ফাইনাল ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।  এদিকে ফ্লাইটের কোনো আরোহী বেঁচে আছেন কিনা- সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। 

বিমানে থাকা ফুটবলারদের নামের তালিকা :  ড্যানিলো, ফিলিপে ম্যাচহাদো, মারসেলো, ম্যাথিউ বিটেকো, অ্যালান রুচেল, গিমিনেজ, সানটানা, গিল, সার্জিও মানোয়েল, থিয়াগুয়েনো, ক্যানেলা, লুকাস গোমেজ, ব্রনো রাঙ্গেল, কেম্পেস, এনানিয়াস, নেতো, অথর মিয়া, ডেনের, ম্যাথিউস ক্যারামেলো, জসিমার, ফলম্যান। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই