‘বিসিসিআইতে টাকা সবাইকে একসঙ্গে রেখেছে’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৬, ১০:১৭ পিএম

ঢাকা: লোঢা কমিটির চাপে লেজেগোবরে অবস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তারপরও নিজেদের জায়গা থেকে এক চুলও ছাড়তে নারাজ অনুরাগ ঠাকুরের বোর্ড। এতো ঝামেলার মধ্যে নিজেদের মতো করেই চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ম্যাচ না করার হুমকিও রয়েছে। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট নিজেদের জায়গা থেকে সরে এসে কিছু ছাড় দিয়েছে বিসিসিআইকে।

এসব দেখে সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ বিসিসিআইকে স্পয়েল্ট চাইল্ড আখ্যা দিলেন। তিনি বলেন,‘ বিসিসিআই হলো বখে যাওয়া ছেলে। লোঢা কমিটি আসার পর জানিয়ে দিয়েছিল, এভাবে খেলা পরিচালনা করা যায় না। যখন বিসিসিআইয়ের কাছ থেকে খেলনাগুলো কেড়ে নেওয়া হলো তখন তারা কান্নাকাটি শুরু করলো।’

আজাদ মনে করেন, সব জায়গায় একটা নিয়ম থাকে কিন্তু বিসিসিআইতে কোন নিয়ম নেই। তার ভাষায়,‘ সব জায়গায় একটা রুলিং পার্টি থাকে আর একটা বিরোধী পক্ষ থাকে। শুধুমাত্র বিসিসিআইতে সেটা নেই। এখানে ইউপিএ আর এনডিএ-এর মধ্যে একটা দারুন মিল রয়েছে। আগে বোর্ড সভাপতি ছিলেন ইউপিএ (শরদ পাওয়ার) এখন এনডিএ (অনুরাগ ঠাকুর)। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিসিসিআইয়ের সভাপতি পদে জিততে পারেননি কিন্তু তিনি এখন ফিনান্স কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। রাজীব শুক্লা ট্রেজারারের পদে হেরে গিয়েছিলেন কিন্তু এখন তিনি আইপিএল কমিটির চেয়ারম্যান। এখানে কেউ বন্ধু নয়। টাকা সবাইকে একসঙ্গে রেখেছে।’

এরআগেও বিসিসিআইকে একহাত নিয়েছিলেন আজাদ। তার মতে, ক্রিকেট কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু বর্তমান কর্তারা মনে করেন, ওটা তাদের ব্যক্তিগত বিষয়। সবাই জানে, খারাপ ম্যানেজম্যান্টের কারণে কিভাবে ডুবে গেছে হকি। বিসিসিআইকে আক্রমণ করার মাঝে আজাদ সাবেক আইপিএল কমিশনার ললিত মোদিকে সৎ আখ্যা দিলেন,‘ এসব কর্র্তাদের চেয়ে ললিত মোদি সৎ ছিলেন। আইপিএল চেয়ারম্যান থাকা অবস্থায় মোদি কোন খারাপ কাজ করে থাকেন তাহলে তখন তাকে বাধা দেওয়া হলো না কেন? সবাই সব জানতো তাহলে মোদিকে কেন টার্গেট করা হলো? আজাদ প্রশ্ন তুলেছেন আইসিএল নিয়েও। তার মতে, বিসিসিআই চায়নি বলেই আইসিএল সফল হতে পারেনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন