হারের ম্যাচে সাকিবের অবিশ্বাস্য ক্যাচ!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৭, ০৬:০৭ পিএম

ঢাকা: মাহমুদউল্লাহর অর্ধশতকে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে ১৪২ রানের টার্গেট দেয় মাশরাফির দল। পুঁজি অল্প হওয়ায় প্রতিপক্ষের ব্যাটিংয়ের ওপর প্রাধান্য বিস্তার করতে হলে শুরুতেই উইকেট পাওয়া চাই-ই চাই। আর তা পেয়েছেও বাংলাদেশ।

শুরুতেই এই উইকেট পেয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যতটা উচ্ছ্বসিত হয়েছে, তার চেয়ে বেশি বিস্মত হয়েছে। কী অসাধারণ দক্ষতায় ক্যাচটি ধরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখে অবিশ্বাস্যই মনে হবে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে রুবেলকে উড়িয়ে মারেন কিউই ওপেনার নেইল ব্রুম। অনেকেই ধরে নিয়েছিলেন, বলটি হয়তো ছক্কা হয়ে যাবে। কিন্তু ডিপ স্কয়ার লেগের একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সাকিব প্রথমে ক্যাচটি ধরেন।

কিন্তু শরীরের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে তিনি বলটি ওপরের দিকে ছুড়ে মেরে দৌড়ে এসে মাঠের ভেতর থেকে আবার ক্যাচটি ধরেন।

সাকিবের ক্যাচটি ধরা দেখে মাঠে উপস্থিত দর্শক শুধু বিস্মিতই হননি, ধারাভাষ্যকাররাও অবাক হয়ে বলেছেন, ‘কী অসাধারণ ক্যাচ ধরেছেন সাকিব।’

এই আউট নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ওপর শুরুতেই বেশ প্রভাব ফেলেছে। ৪৬ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন