সাকিব জ্যামাইকাতেই দল পেলেন না তামিম-মাহমুদুল্লাহ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১১, ২০১৭, ০৯:৪১ এএম

ঢাকা: আইপিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) দল পাননি তামিম ইকবাল-মাহমুদুল্লাহরা। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতবার যে দলে খেলেছিলেন সেই জ্যামাইকা তালাওয়াশেই থাকছেন তিনি।

শুক্রবার বার্বাডোজে বড়সড় আয়োজন করেই হয়ে গেলে ২০১৭ সালের সিপিএল ড্রাফট। সেখানে সাকিবকে ধরে রেখেছে তার দল জ্যামাইকা। ঠিক আইপিএলে যেমন ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের মত এবারও সাকিবকে নিজ দলে খেলাতে জ্যামাইকাকে খরচ করতে হবে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যেটা দাঁড়াবে প্রায় ৮৮ লাখ টাকা

ধারণা করা হয়েছিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা তামিম-মাহমুদুল্লাহ এবার সিপিএলে দল পাবেন। কিন্তু সেটা হয়নি। আইপিএলের পর তাদের সিপিএলও হতাশ করল। তামিম-মাহমুদুল্লাহর মত হতাশ হতে হয়েছে তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়কেও। সিপিএল ড্রাফটে যে তাদেরও নাম ছিল। তবে আইপিএলের মত সিপিএলেও চমক দেখিয়েছেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খান। সাবেক আফগান অধিনায়ক নবীকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস কিনে নিয়েছে ৯০,০০০ হাজার ডলার দিয়ে। আর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৬০ হাজার ডলার দিয়ে কিনেছে রশিদকে।

সিপিএলের সূচি এখনও ঠিক হয়নি। জমজমাট এই আসরটি ১ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সাকিবের জ্যামাইকা গতবারের চ্যাম্পিয়ন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলকে তাদের হারাতে হয়েছে। এবার সাকিবদের নেতৃত্বে থাকবেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

এক নজরে সাকিবের জ্যামাইকা তালাওয়াশ: লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ সামি, রবম্যান পাওয়েল, গার্ডন পোপ, কেসরিক উইলিয়ামস, গ্যারি ম্যাথুরিন, জনরাস জাগেশ্বর, ক্রিশমার সান্টোকি, জোনাথন ফু, কেনার লুইস, অ্যান্ড্রে ম্যাকার্থি, ওডিন স্মিথ, ওশেন থমাস, টিমোরি অ্যালেন।  

সোনালীনিউজ/এমটিআই