তামিম-সৌম্যর ব্যাটে বাংলাদেশের সতর্ক সূচনা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০১৭, ০২:৫০ পিএম

ঢাকা: মেহেদী-মোস্তাফিজদের নৈপুণ্যে ভর করে ঐতিহাসিক শততম টেস্টে স্বপ্নের মত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শুরুর মত শেষটা ভাল হয়নি। চীনের প্রাচীরের মত বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন দীনেশ চান্দিমাল। তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৭০ রান তুলেছে সফরকারিরা। তামিম ইকবাল ৩৬ এবং সৌম্য সরকার ২৮ রান নিয়ে ব্যাট করছেন।

আগের দিনের ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) কলোম্বর পি সাড়া ওভালে দ্বিতীয় দিনের খেলা শুরু করে লঙ্কার দুই অপরাজিত ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ও রঙ্গনা হেরাথ। এদিন দ্রুত তিন উইকেট তুলে নেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এজন্য টাইগারদের অপেক্ষা করতে হয় দিনের অস্টম ওভার পর্যন্ত। কাঙ্ক্ষিত উইকেটটি এনে দেন সাকিব আল হাসান। নিজের ২৫তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক হেরাথকে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের তালুবন্দি করে বিদায় করেন।

তবে আগের দিনের মত এদিনও প্রতিরোধ গড়েন চন্দিমাল। আর তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়ে সাঝঘরে ফেরেন তিনি। শেষ উইকেট জুটিতে লাকমল ও সান্ডাকান খুব বেশিদূর এগোতে পারেননি। শুভাশীষ রায়ের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন সুরঙ্গা লাকমল। ফলে ৩৩৮ রানে থেমে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। লক্ষ্মণ সানদাকানের সঙ্গে শেষ উইকেটে তিনি যোগ করেছেন ৩৩ রান। সানদাকান অপরাজিত থাকলেন ৫ রান করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও শুভাষীশ রায় ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও শুভাশীষ রায়।

শ্রীলঙ্কা দল: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, নিরোশান দিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গ লাকমাল, ধনঞ্জয় ডি সিলভা ও লক্ষ্মণ সান্দাকান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই