চীন যাচ্ছে নারী ফুটবল দল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৭, ০৮:৩০ পিএম

ঢাকা: প্রায় দুই বছর ধরে হতাশার সাগরে হাবুডুবু করছে বাংলাদেশের ফুটবল। তবে অন্ধকারের মাঝে আশার আলো জালেয়ে রেখেছেন নারী ফুটবলাররা। তাই তাদেরই আকরে ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে অংশ লাল সবুজের মেয়েরা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চীনে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। এ লক্ষ্যে বুধবার (১৯ এপ্রিল) দেশ ছাড়বে সানজিদা, মার্জিয়ারা।

সেখানে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এর মধ্যে দুটি ম্যাচ চায়না ফুটবল এ্যাসোসিয়েশনের সঙ্গে এবং দুটি সামসি রিজিওনাল ফুটবল টিমের সঙ্গে। চায়না ফুটবল এ্যাসোসিয়েশনের দলটি অনুর্ধ-১৪ বয়সী। তবে এখনও ম্যাচের শিডিউল নিশ্চিত করে জানাতে পারেনি বাফুফে।

চারটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল ২৬ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা হবে। সেক্ষেত্রে ২৭ এপ্রিল দেশে ফিরবে তারা। চীনের সাংহাই প্রদেশের সব থেকে বড় শহরও রাজধানী জিয়ানে হবে একটি টুর্নামেন্ট।  সেখানেই এই চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ মহিলা ফুটবল দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই