বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হচ্ছে না

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০৯:৪৭ পিএম

ঢাকা: চলতি বছরের জুলাই-অগাস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত দুই দেশের সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না। মঙ্গলবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, আগস্টে দুই টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। তাই পাকিস্তানের সাথে সিরিজ খেলার সময় হবে না। ইতিপুর্বে ওরা যেহেতু সাড়া দেয়নি, আমরা ধরে নিয়েছি এ সিরিজ আর হচ্ছে না।’ যদিও ‘আমাদের (বিসিবি) সভাপতি আগেই বলেছেন, এখন আর সুযোগ নেই।

এফটিপি সূচী অনুযায়ী আগামী ২০১৯ সালের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। এর মধ্যে পাকিস্তান যদি পুনরায় সূচি চূড়ান্ত করতে চায়, তাতে অবশ্য বিসিবির আপত্তি নেই। এ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘এটা বলা খুব কঠিন। আমরা আগেই বলেছি ওদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। ওরা যদি খেলতে চায়, তাহলেও আমাদের আপত্তি নেই।’

এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো বিভেদ হবে না জানিয়ে জালাল ইউনুস বলেন, আমি জানি না, তবে তাদের কোনও অভিমান থাকতে পারে। হলেও এটা কোনও স্থায়ী সমস্যা না। আশা করছি আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই