গ্রেপ্তার হলেন স্প্যানিশ ফুটবলের প্রেসিডেন্ট

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৯:৩৯ পিএম

ঢাকা: জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাঞ্জেল মারিয়া ভিলার। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে দলিলের জালিয়াতি ও তৃণমূল তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) স্প্যানিশ বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, একই মামলায় ভিলারের ছেলে গোর্কাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে স্পেন হাইকোর্টের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তদন্তকারী ম্যাজিস্ট্রেট এবং দুর্নীতি দমন কমিশনের একটি তদন্তকারীর দল দুর্নীতির বিষয়ে তদন্ত করবে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত অ্যাঞ্জেল মারিয়া ভিলার কিংবা তার উকিলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, স্পেনের সাবেক ফুটবলার অ্যাঞ্জেল মারিয়া ভিলার ১৯৮৮ সালে দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্ব পালনকালে দুইবার ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালে বিশ্বকাপ জিতে স্পেন। এছাড়া গত ২৯ বছর ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদস্য হিসেবে আছেন তিনি। আর উয়েফার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন অ্যাঞ্জেল মারিয়া ভিলার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই