কোচের বিরুদ্ধে অভিযোগ এনে বিপদে আকমল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০৯:২৮ পিএম

ঢাকা: কোচ মিকি আর্থারের বিরুদ্ধে অভিযোগ এনে বিপদে পড়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। সংবাদ সম্মেলন করে কোচের বিরুদ্ধে মুখ খুলে বোর্ডের শাস্তির মুখে পড়েছেন পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ আর্থারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন উমর। তাঁর অভিযোগ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কোচিং সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করেছেন কোচ আর্থার।

উমর বলেন, ‘মানছি, আমার ফিটনেস আপ টু দ্যা মার্ক হয়নি। আমি তাই ট্রেনারের সাহায্য চেয়েছিলাম। কিন্তু কোচ আর্থার পরিষ্কার জানিয়ে দেন, আমি যেন এনসিএ-তে না এসে ক্লাব ম্যাচ খেলি।’ জনসমুখে কোচের সমালোচনা করায় উমরকে শোকজ করেছে পিসিবি। সাত দিনের মধ্যে শো-কজের জবাব দিতে হবে পাকিস্তান দলের মিডল-অর্ডার ব্যাটসম্যানকে।

প্রসঙ্গত, গত জুনে ফিটনেস টেস্টে পাস না করায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে  ইংল্যান্ড  গিয়েও উমরকে দেশে ফেরত পাঠান পাকিস্তান দলের প্রধান কোচ। তারপর থেকে দু’জনের সম্পর্ক তিক্ত হয়৷ তাঁর জেরেই নিজের ক্ষোভ কোচের ওপর উগরে দিয়েছেন উমর। আর এটা করতে গিয়েই তিনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই