মোস্তাফিজ-ওয়ার্নারের টুইট চালাচালি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৮:২৮ পিএম

ঢাকা: দীর্ঘ প্রতিক্ষার পর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর অবশেষে হচ্ছে। এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে বিমানে রয়েছেন স্মিথ-ওয়ার্নাররা। আজ রাত সাড়ে ১১টায় তাদের বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে। ক্রিকেটাররা থেকে ক্রিকেটপ্রেমী সবাই অধীর আগ্রহে দুই টেস্টের সিরিজ উপভোগ করতে উন্মুখ হয়ে আছেন।

আজ বিমানে ওঠার আগে স্মিথের ডেপুটি ওয়ার্নার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি তুলে পোষ্ট দেন। আর সেখানে তিনি লিখেছেন, ‘আমি ও গট যাওয়ার জন্য প্রস্তুত। ঢাকা, আমরা আসছি।’ ছবিটির ঠিক নিচেই ওয়ার্নারের হায়দরাবাদ সতীর্থ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান লিখেছেন,‘ হ্যাভ এ সেফ জার্নি! বাংলাদেশ তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত।’

আইপিএলে ওয়ার্নার-মোস্তাফিজ খেলেন একই দলে। ওয়ার্নার আবার দলটির অধিনায়কও। তাই দুজনের মধ্যে সম্পর্কও দারুন। মাঠের পারফরম্যান্সে দু’জনের সম্পর্ক বিপরীত মেরুতেই অবস্থান নেবে। ওয়ার্নারের দূর্বলতা বেশ ভালোই জানা মোস্তাফিজের। সেটি নিশ্চয় মাঠেও কাজে লাগাতে চাইবেন তিনি। এখন দেখাই যাক, মাঠে ওয়ার্নারের বিরুদ্ধে কতটুকু সফল হন মোস্তাফিজ। ২৭ আগস্ট প্রথম টেস্ট মাঠে গড়াবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই