সাকিব-মিরাজদের অনুশীলনে সুনীল যোশি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৯:০০ পিএম

ঢাকা: গত এক বছর যাবৎ টাইগারদের স্পিন কোচের পদটি শূণ্য ছিল। ছুটি নিয়ে নিজ দেশ শ্রীলঙ্কায় গিয়ে আর কর্মস্থলে না ফেরায় ২০১৬ সালের আগস্টে রুয়ান কালপাগে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই একজন স্পিন কোচের সন্ধানে ছিল বিসিবি। শেষ পর্যন্ত ভারতের সাবেক খেলোয়াড় সুনীল যোশিকে নিয়োগ দেয়া হয়।

বিসিবির সঙ্গে দুই মাসের মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের সাবেক এই বাঁ-হাতি স্পিনার। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টায় ঢাকায় আসেন সাকিব-মিরাজদের নতুন স্পিন গুরু। ঢাকায় পা রেখেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে উপস্থিত ছিলেন যোশি। ৪৭ বছর বয়সী যোশি কাজ করবেন বাংলাদেশের স্পিনারদের নিয়ে। খেলোয়াড়ি জীবনে তিনি নিজেই ছিলেন বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা পাবেন স্পিন কোচকে।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন যোশি। প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১৬০টি। যেখানে ৬১৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের অভিষেক টেস্টেও ভারতীয় দলের হয়ে খেলেছিলেন যোশি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই